শিরোনাম
সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
নগরবাসীকে সাঈদ খোকন

ঢাকাকে ভালোবেসে ১৪ ফেব্রুয়ারি রাস্তা পরিষ্কার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা নগরীকে ভালোবেসে সবাইকে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাস্তা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল দুপুরে নগর ভবনে সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেছেন, রাজধানী ঢাকা অন্তহীন সমস্যায় জর্জরিত। শুধু একজন বা দুজন মেয়র, কাউন্সিলর এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে রাজধানী ঢাকার সমস্যার সমাধান করা যাবে না। বাসযোগ্য, পরিবেশবান্ধব এবং স্মার্ট ঢাকা গড়ে তুলতে নাগরিক সেবা-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এবং রাজধানীর প্রতিটি নাগরিককে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। এ জন্য সেবার সঙ্গে সরাসরি জড়িত প্রতিষ্ঠান ও নগরবাসীকে আহ্বান জানাব, আগামী ১৪ ফেব্রুয়ারি রাস্তা পরিষ্কার করুন। সাঈদ খোকন  বলেন, প্রতিবছর রাজধানীবাসী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে থাকেন। এ দিবসে নগরবাসী বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকাকে ভালোবাসা নিবেদন করে থাকেন। নগরবাসীর প্রতি আমার আহ্বান, এবারের ভালোবাসা দিবসে অন্য সব কিছুর সঙ্গে ‘নগরকেও’ যুক্ত করুন। ভালোবাসা দিবসে নগরীর পরিচ্ছন্নতার কাজ করে জনমনে সচেতনতা সৃষ্টি করুন।

বৈঠকে মেয়র সাঈদ খোকন রাজধানীর সেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করে ‘সমন্বয়হীনতা’ অভিযোগ ঘোচানোর অঙ্গীকার করেন। এ জন্য তিনি নগর সেবার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ২৬টি সংস্থার প্রতিনিধিদের কাছে সহযোগিতা চান। এ সভায় এক কাউন্সিলর ওয়াসার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। এ ছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) মফিজুল হক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) সানোয়ার আলী, শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মুজিবুর রহমান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইকবাল, ডিপিডিসির নির্বাহী পরিচালক এ টি এম হারুন অর রশিদ, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক ডি এন মজুমদার প্রমুখ।

সর্বশেষ খবর