শিরোনাম
সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য

খালেদার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থার নির্দেশ

আদালত প্রতিবেদক

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত সরকারের অনুমোদন নিয়ে বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে গতকাল আদালতে মামলাটি করেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। আদেশে বলা হয়েছে, ‘ফৌজদারি কার্য?বিধির ১৯৬ ধারা মোতাবেক এরূপ অপরাধ আম?লে নেওয়ার ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি গ্রহণ করা আবশ্যক। তবে ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে আনীত অভিযোগের সত্যতা উদঘাটনের লক্ষ্যে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তাই ফৌজদারি কার্য?বিধির ১৯৬ ধারা মোতাবেক সরকারের অনুমোদন গ্রহণসাপেক্ষে মামলায় বর্ণিত অভিযোগ বিষয়ে পরিদর্শক পদমর্যাদার নিচে নহে এমন কর্মকর্তা দিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।’

বাদীর আইনজীবী মো. আবুল কালাম আজাদ জানান, মামলায় অভিযোগ আনা হয়েছে যে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ, বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকাকে মিথ্যা অপবাদে প্রশ্নবিদ্ধ ও বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির বিরুদ্ধে নিন্দাবাদ করে আসামি দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় অপরাধ করেছেন। তাই ঘটনা তদন্ত করে আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারের মুখোমুখি করার আবেদন জানানো হয়েছে।

সর্বশেষ খবর