মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিছুর রহমান মানিকসহ ১২ জনের বিরুদ্ধে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে মামলাটি দায়ের করেন ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের শহীদ ইউনুস আলীর ছেলে মো. রুহুল আমীন। মামলার আসামিরা হলেন— নুরুল হক ফকির, সাইদুর রহমান রতন, মোখলেছুর রহমান মুকুল, শামসুল হক বাচ্চু, শামসুল হক ফকির, সুলতান ফকির, মানিক মুন্সী, খাদেম রাজাকার, আবদুল করিম, মৌলভী মোফাজ্জল হোসেন ও ইব্রাহিম রাজাকার।

মামলার আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, আদালতের বিচারক আবেদা সুলতানা মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করবেন।

মামলায় বাদী মো. রুহুল আমীন এজাহারে উল্লেখ করেন— স্থানীয় কাকচর গ্রামের ইউনুছ আলী মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করে দিতেন। এ অপরাধে আনিছুর রহমান মানিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাকে ধরে নিয়ে যায় এবং ’৭১ সালের ১৫ আগস্ট সকাল ১০টায় স্থানীয় ক্যাম্পে নিয়ে মানিক গুলি করে ইউনুছ আলীকে হত্যা করেন।

এ ছাড়াও আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও বাড়ি পোড়ানোসহ নানা অভিযোগ আনেন মামলার বাদী।

সর্বশেষ খবর