বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুসলিম অভিবাসনে নিষেধাজ্ঞা চায় না ৬৬% আমেরিকান

প্রতিদিন ডেস্ক

বহিঃশত্রুর চেয়ে অভ্যন্তরীণভাবে সৃষ্টি হওয়া সন্ত্রাসীদের অপতত্পরতায় সবচেয়ে বেশি সন্ত্রস্ত আমেরিকানরা। ভোটারদের ওপর পরিচালিত সর্বশেষ কুইনিপিয়্যাক জরিপে সন্ত্রাসী হামলার ঝুঁকি সম্পর্কে এমন অভিমত পোষণ করা হয়েছে। জরিপে অংশ নেওয়া ভোটারের ৫৫% মনে করছেন যে, উগ্রপন্থি আমেরিকানরাই এখন সবচেয়ে বড় ভয়ের কারণ। অপরদিকে, মাত্র ১৮% মনে করেন যে, বিদেশি সন্ত্রাসীরাই আমেরিকার জন্যে বড় ধরনের হুমকি। অপরদিকে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহীদের শীর্ষে অবস্থানকারী ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ৬৬% ভোটার। অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রে মুসলমানদের আগমনের নিষেধাজ্ঞা চান না। তবে ৫১% সিরিয়ান উদ্বাস্তুদের আশ্রয় দানের বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন। ৪৩% অবশ্য তাদেরকে আশ্রয় প্রদানের পক্ষে। ক্যালিফোর্নিয়ার সানবার্নার্দিনোতে মুসলিম দম্পতি কর্তৃক নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর এ জরিপ চালানো হয়। সূত্র: এনআরবি নিউজ।

সর্বশেষ খবর