বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু সালেহ মো. আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ পলাতক ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। এ মামলার অন্য আসামিরা হলেন— মো. রুহুল আমিন ওরফে মঞ্জু, মো. আবদুল লতিফ, আবু মুসলিম মো. আলী, মো. নাজমুল হুদা ও মো. আবদুর রহিম মিয়া। ২৭ ডিসেম্বর এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। পরে তা প্রসিকিউশনে দাখিল করা হয়।

এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তবে এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলার আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।.

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর