বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

উত্তরায় চালু হলো ভারতীয় ভিসা সেন্টার

কূটনৈতিক প্রতিবেদক

রাজধানীর উত্তরায় ভারতীয় ভিসা সেন্টার চালু হয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পরিচালনায় এই সেন্টারটি গতকাল উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। এ সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এর ফলে ঢাকায় চারটি ভারতের ভিসা সেন্টার হলো। এর আগে গুলশান, ধানমন্ডি ও মতিঝিলে সেন্টার স্থাপন করে সেবা দিয়ে আসছে ভারত। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহেও রয়েছে ভারতীয় ভিসা সেন্টার। হাইকমিশন জানায়, উত্তরার ৭ নং সেক্টরে ১৮ নং রোডে স্থাপিত ভিসা সেন্টারটিতে আজ থেকে প্রত্যেক কর্মদিবসে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া যাবে এবং বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে।

সর্বশেষ খবর