বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্বে এ বছর নিহত ১১০ সাংবাদিক

প্রতিদিন ডেস্ক

সংঘাত-সহিংসতাসহ নানা ঘটনায় এ বছর সারা বিশ্বে ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত এক দশকে নিহত সাংবাদিকের সংখ্যা ৭৮৭ জন। এ ছাড়া জিম্মি হয়ে আছেন ৫৪ সাংবাদিক, আর কারাবন্দী আছেন ১৫৩ জন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) গতকাল এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে— ইরাক ও সিরিয়া সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক’ স্থান। দায়িত্ব পালনের সময় সারা বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকে ১১ ও সিরিয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানেই আছে ফ্রান্স। চলতি বছরের জানুয়ারিতে রম্য সাময়িকী শার্লি হেবদোর কার্যালয়ে এক হামলার ঘটনায় ৮ সাংবাদিক নিহত হন। প্রতিবেদনে আরও বলা হয়েছে— এ বছর নিহত বাকি ৪৩ সাংবাদিকের মৃত্যু হয়েছে বিভিন্ন কারণে। তবে এ সব মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এ ছাড়া ২০১৫ সালে ‘পেশাদার নন’ কিংবা ‘নাগরিক সাংবাদিক’ নিহত হয়েছেন ২৭ জন। অন্যান্য মিডিয়া কর্মীও নিহত হয়েছেন সাতজন। এর মধ্যে ভারতে এ বছর ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। প্রতিবেদনে এ বছর বাংলাদেশে চার ব্লগার নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে তারা কেউ সাংবাদিক নন।

আরএসএফের তথ্যানুযায়ী, সিরিয়ায় ২৬ জনসহ এ বছর সারা বিশ্বে ৫৪ সাংবাদিক জিম্মি হয়েছেন। আর কারাগারে আছেন ১৫৩ সাংবাদিক; যার মধ্যে চীনে ২৩ ও মিসরে ২২ জন। ২০১৪ সালে নিহত সাংবাদিকদের দুই-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছেন যুদ্ধবিধ্বস্ত এলাকায়। ওই বছর বিশ্বব্যাপী ৬৬ সাংবাদিক নিহত হন। কিন্তু ২০১৫ সালে এ চিত্র প্রায় দ্বিগুণের কাছাকাছি। এ বছর দায়িত্ব পালনকালে নিহত ৬৭ সাংবাদিকসহ ২০০৫ সাল থেকে গত এক দশকে সংঘাত, সহিংসতা এবং হত্যায় নিহত সাংবাদিকের সংখ্যা মোট ৭৮৭ জনে গিয়ে দাঁড়াল।

সর্বশেষ খবর