বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নারী পাচার চক্রের ১১ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফকিরাপুল থেকে নারী পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় অবৈধভাবে বিদেশে পাঠানোর জন্য নিয়ে আসা দুই নারীকে উদ্ধারসহ ১১৩৬টি পাসপোর্ট, ৪টি কম্পিউটার, ৪টি প্রিন্টার, একটি ল্যাপটপ, ২১৪টি বিভিন্ন দেশের ভিসা, ট্রেনিং সার্টিফিকেট ১১৩৬টি, ২ লাখ ৩৪ হাজার টাকাসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল ডিআইটি রোডের ১৪২/২ এইচএম ট্রেড ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানের মালিক মকবুল হোসেন। র্যাব-৩ এর অপস অফিসার এএসপি রবিউল করিম জানান, হাসপাতালে চাকরির কথা বলে এক নারীর কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে সৌদিতে পাঠানো হয়। কিন্তু তাকে দেহ ব্যবসার কাজে নিযুক্ত করে।

 রাজি না হওয়ায় বেধড়ক মারধর করা হয়। পরে তিনি দেশে ফোন করে বিষয়টি তার স্বামীকে জানান। স্বামী তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে অফিসে যোগাযোগ করেন। তখন প্রতিষ্ঠান মালিক মকবুল এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে তাকে দেশে ফিরিয়ে আনেন। বর্তমানে ওই নারী শারীরিকভাবে অসুস্থ। জর্ডানে দুই নারীর একই অবস্থা হলে তাদের একজন ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দেশে ফিরেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে ফকিরাপুলের এইচএম ট্রেড ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মকবুলসহ ১১ জনকে আটক করা হয়।

সর্বশেষ খবর