রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নতুন ভোটার হলেন ৪৩ লাখেরও বেশি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নারী ভোটার বাড়াতে নানা উদ্যোগের পরও নতুন খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। সব জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ২০১৫ সালে নিবন্ধিত প্রায় ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। এতে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন নতুন নাগরিক অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন এবং নারী ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। এই হিসাবে পুরুষ ভোটার ৫৩ শতাংশ ও নারী ভোটার ৪৭ শতাংশ, অর্থাৎ নতুন ভোটারের মধ্যে পুরুষের চেয়ে নারী ৬ শতাংশ কম।

বিদ্যমান তালিকায় ভোটার রয়েছে ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। আর হালনাগাদে ভোটার হয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন। সব মিলে নতুন বছরে ভোটার সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৫৮৯ জনে। আগামী ৩১ জানুয়ারি এ তালিকা চূড়ান্ত হবে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনারে সচিব মো. সিরাজুল ইসলাম। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালাউদ্দীন, পরিচালক সৈয়দ আবু মুসা উপস্থিত ছিলেন। ২০১৩ ও ২০১৪ সালের হালনাগাদে ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন নতুন ভোটার পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন। এতে পুরুষ ভোটার ৫৬ শতাংশ ও নারী ভোটার ৪৪ শতাংশ ছিল। পুরুষ-নারীর অনুপাতের ব্যবধান ছিল ১২ শতাংশ। তবে প্রয়োজনীয় সংশোধন শেষে বর্তমানে ৯ কোটি ৬২ লাখ ভোটারের যে তালিকা রয়েছে তাতে পুরুষ ৫০ দশমিক ৩৭ শতাংশ ও নারী ৪৯ দশমিক ৬৩ শতাংশ।

নির্বাচন কমিশন মনে করছে, হালনাগাদের চূড়ান্ত তালিকায় নারী-পুরুষের এ তারতম্য কমে আসবে। কারণ খসড়া ও বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জনের নাম বাদ যাবে। মৃতদের বাদ দিয়ে এ বছর মোট ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি দাঁড়াবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিদ্যমান  ভোটারদের নিয়ে যে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে তাতে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান-সমান বলে জানান সিরাজুল ইসলাম। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি। ২২ জানুয়ারির মধ্যে এসব দাবি-আবেদন নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 

সর্বশেষ খবর