রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বেড়েছে ব্যাংকের পরিচালন মুনাফা

নিজস্ব প্রতিবেদক

দেশের অধিকাংশ বেসরকারি ব্যাংকে পরিচালন মুনাফা বেড়েছে। বিদায়ী বছরে ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ও খেলাপি ঋণের বোঝা থাকলেও গত ১ জানুয়ারি ‘ব্যাংক হলিডে’-এ সারা বছরের আয়-ব্যয়ের হিসাবের পর এ তথ্য পাওয়া গেছে। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রবৃদ্ধি থাকায় ব্যাংকগুলো আগের বছরের চেয়ে বেশি মুনাফা করেছে বলে মনে করছেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী- ব্যাংকগুলো পরিচালন মুনাফার তথ্য প্রকাশ করতে পারে না। এ জন্য কোনো ব্যাংকই তাদের পরিচালন মুনাফার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে না। পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়, নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। জানা গেছে, বরাবরের মতোই বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে। এ বছর ব্যাংকটি এক হাজার ৮০৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে বলে জানা গেছে। ব্যাংকটি ২০১৪ সালে এক হাজার ৭০৩ কোটি টাকা আয় করেছিল। এ ছাড়া সাউথ ইস্ট ব্যাংক ৮৩৫ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে, যা ২০১৪ সালে ছিল ৮৩২ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংক গত কয়েক বছরে ব্যাংকগুলোর জন্য বেশকিছু নিয়ম-কানুন শিথিল করে। এ সুযোগে ব্যাংকগুলো ব্যাপক হারে ঋণ পুনঃতফসিল করে। এতে ঋণগুলো নিয়মিত হয়ে যাওয়ায় সুদ বাবদ অনেক অর্থ আয় খাতে দেখানোর সুযোগ তৈরি হয়। এটিও বছর শেষে ব্যাংকের পরিচালন মুনাফা বাড়াতে সাহায্য করেছে।

সর্বশেষ খবর