সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
জামালপুরে সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধা বাবুল চিশতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

বিশিষ্ট শিল্পপতি ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও অপপ্রচারের প্রতিবাদ করেছেন জামালপুরের মুক্তিযোদ্ধারা। গতকাল এক সংবাদ সম্মেলনে তারা বলেন, একটি মহল তার সুনাম ক্ষুণ্ন্নে নানা ষড়যন্ত্র করছে। জামালপুর মুক্তিযোদ্ধা সংসদ কার‌্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, বাবুল চিশতি বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা। একটি মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যদিও বাদী সেই মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন। তারপরও ওই মহল ‘যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে’ বলে অপপ্রচার চালাচ্ছে। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মহলটি এ অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এই অপপ্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান হয়। এতে লিখিত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর ইউনিট কমান্ডের কমান্ডার শফিকুল ইসলাম খোকা। আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল বীরপ্রতিক, বকশীগঞ্জ উপজেলা কমান্ডার মফিজ উদ্দিন, আবদুল বাছেদ, সেলিম রেজা, আমিনুল হক প্রমুখ।

সর্বশেষ খবর