সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গতকাল রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও পাঠানো হয়েছে।

জানা যায়, এর আগে দুপুরে রায়ের কপি সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পাঠানো হয়। ৩১ ডিসেম্বর সকালে ৬১৪ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে।

রায়ে স্বাক্ষর করেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল মামলার রায় প্রদানকারী পাঁচ বিচারপতি। অন্য চার বিচারপতি হলেন— বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। গত বছর ১৭ সেপ্টেম্বর সাঈদীর আপিলের রায় দেন আপিল বিভাগ। ওই রায়ে মৃত্যুদণ্ড থেকে সাঈদীর সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সর্বশেষ খবর