শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বেঙ্গল সামিটে তোফায়েল

বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উত্তম স্থান

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উত্তম স্থান। তিনি তার দেশের মাটিতে বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গ ও বিভিন্ন দেশের শিল্পপতিদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তোফায়েল আহমেদ গতকাল কলকাতার ইএম বাইপাস লাগোয়া মিলনমেলা প্রাঙ্গণে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’-এ বক্তৃতা করছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে ১৬ কোটি মানুষের বাস। এটা একটা বিরাট বাজার। বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান।’ তিনি বলেন, ‘আমাদের গত কয়েক দশকে আর্থিক বৃদ্ধির হার ৬ শতাংশ। বিনিয়োগের লক্ষে আমরা এক শতাধিক বিশেষ আর্থিক অঞ্চল (এসইজেড) তৈরির পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে ৩০টি হয়ে গেছে। এই এসইজেড-এ ভারত ও জাপানের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। শিল্প স্থাপনে এসইজেডে কর ছাড়া, কম দামে বিদ্যুত্, পানি ও পরিবেশ ছাড়পত্রসহ একাধিক সুবিধা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর