বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন

যে ব্যথা ওষুধে ভালো হয় না

যে ব্যথা ওষুধে ভালো হয় না

গবেষণায় দেখা গেছে, বিশ্বের ৬০  থেকে ৮০ ভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময় ব্যথায় ভোগেন। এর মধ্যে বাতের ব্যথা, হাঁটু ব্যথা, মেরুদণ্ডের হাড় ক্ষয়, জয়েন্টে ব্যথা ও প্যারালাইসিস উল্লেখযোগ্য। বেশিরভাগ মানুষ ব্যথা হলেই ব্যথার ওষুধ খেয়ে থাকেন। অথচ চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ খেলে কিডনি বিকল করতে পারে, পাকস্থলীতে আলসার বা ঘা সৃষ্টি করতে পারে, হাত-পা ফুলে যেতে পারে। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, লিভারে ক্ষত, অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যালার্জি আছে তাদের সমস্যা বেশি হয়। কোনো কোনো ব্যথা প্রতিদিনের অবস্থানগত কারণে অনুভূত হয় এবং অবস্থার পরিবর্তনে চলে যায়। এ সমস্যাগুলোর মধ্যে রয়েছে কোমরের হাড় ক্ষয়, ডিস্ক প্রলাপ্সের ব্যথা, হাত-পায়ে ঝিনঝিন বা অবশ অবশ ভাব, হাঁটু ভেঙে ওঠা-বসা সমস্যা, বিভিন্ন জয়েন্টে ব্যথা। এ সমস্যায় আক্রান্ত রোগীরা জানান, কাজের সময় ব্যথা হয় বা ব্যথা করে, বিশ্রামে ভালো হয়ে যায়। অনেকে আবার এর উল্টো বলেন। একে মেকানিক্যাল পেইন বলে। এ ব্যথা কমবে বা বাড়বে বা কিছু সময় ব্যথামুক্ত থাকবে। ব্যথার ওষুধ যখন খাওয়া হয় তখন ব্যথা কম থাকবে, ওষুধ বন্ধ করলে ব্যথা আগের অবস্থায় ফিরে। এ ব্যথায় মেকানিক্যাল কারেকশন থেরাপি বা ম্যানুপুলেশন থেরাপি উপকারী।

এম শাহাদৎ হোসেন, কন্সালটেন্ট পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ধানমন্ডি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর