শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
ছাত্রলীগ কর্মী খুন

সিলেটে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৫ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিবিএর মো. সাগর হোসাইন, এমবিএর আলাউর খান ইমরান, এলএলবির ইলিয়াস আহমেদ পুনম, ইংরেজি বিভাগের আনিসুর রহমান আনিস, বিবিএর মইনুল ইসলাম মইনুল, আশিক উদ্দিন আশিক, এলএলবির আবদুল আউয়াল সোহান, ইংরেজি বিভাগের বশির উদ্দিন আহমেদ তুহিন, বিবিএর সুজন মিয়া, এলএলবির হারুন রশিদ হারুন, বিবিএর কাজী কামরুল আহমেদ, বিবিএর নয়ন রায়, ইসিইর সাইদুর রহমান সায়মন, বিবিএর বিশ্বজিৎ দে বাপন, বিবিএ সায়েদুর রহমান সুমন। বহিষ্কৃত সব শিক্ষার্থী ছাত্রলীগের  রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনে হামলার শিকার হন ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হাবীব।

সর্বশেষ খবর