শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রাজতন্ত্রের বদলে ইসলামী শাসন ব্যবস্থাই ছিল ইরান বিপ্লবের লক্ষ্য : আব্বাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি দেহনাভি বলেছেন, ইরান বিপ্লবের লক্ষ্য ছিল রাজতন্ত্রের পরিবর্তে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যেখানে সবাই স্বাধীনভাবে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। গতকাল বিকালে ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৩৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ ছাড়া ঢাকায় ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলের সাইয়্যেদ মূসা হোসেইনী, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বক্তব্য দেন। ড. আব্বাস ভায়েজি আরও বলেন, ইরানের বিপ্লবের প্রধান উপাদান ছিল মর্যাদা, স্বাধীনতা, মানবাধিকার ইত্যাদি। এগুলোর ওপর ভিত্তি করেই বিপ্লবের বিজয় অর্জিত হয়।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ইমাম খোমেনির নেতৃত্বে ইরানের ইসলামী বিপ্লব কেবল ইরানের জনগণকেই মুক্তি দেয়নি, বরং তা বিশ্ব রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সর্বশেষ খবর