রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জাসদকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না : ইনু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাসদ কখনো এককভাবে লড়াই করে, আবারও কখনো ঐক্যবদ্ধভাবে লড়াই করে। জাসদকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। কেউ ক্ষমতায় থাকতেও পারবে না।

তিনি গতকাল দুপুরে শহীদ খোকন পার্কে বগুড়া জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি এখন ইতিহাসের ডাস্টবিন। এই ডাস্টবিনে আশ্রয় নিয়েছে সন্ত্রাসী, জঙ্গি, খুনি, পাকিস্তানের প্রেতাত্মারা, ’৭১-এর পরাজিত শক্তি, ’৭৫-এর খুনি, ২১ আগস্টের খুনিরা, রাষ্ট্রের সম্পদ আত্মসাত্কারীরা। খালেদা জিয়া তাদের লালন-পালন করছেন। তিনি মুক্তিযুদ্ধের শত্রু, গণতন্ত্রের শত্রু, উন্নয়নের শত্রু। জাসদের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া জেলা সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর যুদ্ধাপরাধী গোলাম আযম, সাকা চৌধুরী, কাদের মোল্লাদের বিচার হয়েছে। আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকেও ছাড় দেওয়া হবে না। আদালতের বারান্দায় খালেদা জিয়াকে দাঁড় করানো হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর