রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নকল ওষুধ : দুই দোকান সিলগালা পাঁচ মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইসলামপুরে নকল ওষুধ প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে পাঁচ দোকান মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা এবং দুটি ওষুধের দোকান সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকালে খান মার্কেট সংলগ্ন এলাকায় র‌্যাব-১০-এর সিনিয়র এএসপি আ ত ম আবদুল্লাহেল হাদীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ওষুধ জব্দ করার পর তা ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রহমান ফার্মেসির মালিক মাজেদ আলীকে ৫০ হাজার টাকা, আরএন মেডিকেল হলের মালিক সজিব দত্তকে ৫০ হাজার টাকা, আজমেরী মেডিকেল হলের মালিক কালাচান মণ্ডলকে ৫০ হাজার টাকা, মেরী মেডিকেল হলের মালিক আবদুস সাদেককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর