রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পোশাক কারখানা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাণিজ্যমন্ত্রী

ধামরাই প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রানা প্লাজা ও তাজরীন গার্মেন্ট ট্র্যাজেডির পর তৈরি পোশাকশিল্প কারখানার যে ক্ষত তৈরি হয়েছিল তা এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দেশে আন্তর্জাতিক মানের কারখানা তৈরি হচ্ছে। নিজেদের টিকে থাকতে ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সবাই এখন পরিবেশবান্ধব কারখানার দিকে ঝুঁকছে। প্রতিযোগিতায় নতুন নতুন সক্ষমতা অর্জন করায় ক্রেতাদের নির্ভরতাও বাড়ছে দেশি পোশাকশিল্পের ওপর। গতকাল ধামরাইয়ের বালিথায় একেএইচ গ্রুপের একেএইচ ইকো অ্যাপারেলসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের লিড সার্টিফিকেট গ্লোড প্রাপ্ত পরিবেশবান্ধব কারখানা হিসেবে দেশের একমাত্র শার্ট তৈরির কারখানা একেএইচ গ্রুপের একেএইচ ইকো অ্যাপারেলস নামের কারখানাটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের বালিথায় ১৩ একর জায়গায় স্থাপিত হয়েছে। এ কারখানায় সাড়ে ৪ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এ কারখানার অন্যতম বৈশিষ্ট্য— মোট জায়গার ৬০ শতাংশ ছেড়ে দেওয়া হয়েছে প্রকৃতি ও সবুজের জন্য।

 

একেএইচ গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এমপি এম এ মালেক, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, এফবিসিসিআইয়ের সহসভাপতি মহিউদ্দিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, জাপানের রাষ্ট্রদূূত মাশাটু উটানাবি, জার্মানির রাষ্ট্রদূূত থমাস প্রিঞ্জ, ই ইউ রাষ্ট্রদূত পিয়ার মায়াডন, একেএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামসুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর