রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে ডিজেল রপ্তানি করবে ভারত

কলকাতা প্রতিনিধি

ভারত আসামের নুমালিগড় শোধনাগার থেকে বাংলাদেশে ডিজেল রপ্তানি করবে। ভারতের গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল এ কথা জানিয়েছেন। তিনি এদিন উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে বাংলাদেশের বিদ্যুত্ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় এ কথা জানান। পরে ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের জানান, আসামের নুমালিগড় পরিশোধনাগার থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলের পার্বতীপুরে ডিজেল রপ্তানি করা হবে। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ট্রেনে করে এ জ্বালানি তেল পাঠানো হবে। পরবর্তীতে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর