রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মাতৃভাষা দিবসের মশাল যাচ্ছে ভারত ও সিঙ্গাপুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে মাতৃভাষার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর মশাল যাত্রা। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ যাত্রার উদ্বোধন করা হয়েছে।

মশাল যাত্রাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে আজ ভারতের উদ্দেশে রওনা হবে। পরে সেখান থেকে সিঙ্গাপুর হয়ে পুনরায় ভারতের কলকাতা গিয়ে শেষ হবে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের বঙ্গ সাহিত্য সমিতি এবং প্রাক্তনী সংঘের যৌথ উদ্যোগে ‘টর্চলাইট র‌্যালি ফর পিচ’ শীর্ষক এই মশাল যাত্রার আয়োজন করেছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহায়তায় আয়োজিত মশাল যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক আশীষ মিত্র, ঢাবির উপ-রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ, বঙ্গ সাহিত্য সমিতির সাধারণ সম্পাদক শুভেচ্ছা চৌধুরী, কলেজের প্রাক্তনী অসীম ভর্মা, সুজয় সাহা, মানস দেব, অধ্যাপক আশীষ মিত্রসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর