সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পরীক্ষা ’১৬ সালের প্রশ্ন ’১৪ সালের!

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় এ বছরের প্রশ্ন না দিয়ে ১৪ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অপরদিকে আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পৃথক দুটি ঘটনা গতকাল কাপাসিয়ার দুটি কেন্দ্রে ঘটে। জানা গেছে, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ৪৪ জন পরীক্ষার্থী পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের পুরাতন নৈর্ব্যাত্তিক প্রশ্নপত্র বিতরণ করে। পরীক্ষার্থীরা তাত্ক্ষণিক কর্তব্যরত শিক্ষকদের কাছে অভিযোগ জানালে তারা কেন্দ্র সচিব ফাইজ উদ্দিন ফকিরকে বিষয়টি জানালে কেন্দ্র সচিব বিষয়টি পাত্তা দেননি। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ক্ষোভের মুখে ৩৫ মিনিট পরীক্ষা চলাকালীন সময়ে পুরাতন উত্তরপত্র প্রত্যাহার করে নেন। পরে নতুন উত্তরপত্র দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা ১টার পরিবর্তে ১টা ৩৫ মিনিটে শেষ করা হয়। এ ব্যাপারে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফাইজ উদ্দিন ফকির বলেন, এটা এমন কোনো অনিয়মই হয়নি। আপনারা লিখলেও আমার এমন কিছুই হবে না।

 নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত একাধিক শিক্ষক অভিযোগে জানান, বাংলা ও ইংরেজি পরীক্ষায়ও কেন্দ্র সচিবের গাফিলতির কারণে ছাত্র-ছাত্রীদের উল্টা-পাল্টা প্রশ্ন দেওয়া হয়েছিল। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমান আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আবুল হাশেম ও মোকারম নামের দুই শিক্ষককে পরীক্ষার্থীদের অনৈতিক সহযোগিতার অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেন। জানা গেছে, এসএসসি পদার্থ বিজ্ঞান পরীক্ষায় আড়াল জিএল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন শিক্ষক আবুল হাশেম তার পরীক্ষার্থী ছেলেকে সহযোগিতা করছেন এবং শিক্ষক মোকারমের দায়িত্ব না থাকলেও কেন্দ্রে প্রবেশের অপরাধে আটক করা হয়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক বলেন, ইউএনও কর্তৃক আটককৃত দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, অভিযুক্ত দুই শিক্ষক ভবিষ্যতে আর এমন করবে না এ মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর