সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আজ শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে আজ (সোমবার)। এ উপলক্ষে সিলেটে আয়োজন করা হয়েছে ‘শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব’। বিকাল ৪টায় রিকাবিবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকসহ ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও করিমশিষ্যরা গান পরিবেশন করবেন। উৎসব শুরু হবে বিকাল ৪টায়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট লেখক ডক্টর তপোধীর ভট্টাচার্য। এরপর আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মো. সালেহ উদ্দিন, কথাসাহিত্যিক আনিসুল হক, ভারতের লেখিকা ড. স্বপ্না ভট্টাচার্য, করিম-তনয় শাহ নূরজালাল প্রমুখ বক্তব্য দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর