সোমবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি হস্তান্তরের পর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। ইউপি নির্বাচন বিষয়ে বিভিন্ন অভিযোগ ও দাবিসংক্রান্ত চিঠিটি দুপুরে নির্বাচন কমিশন সচিব গ্রহণ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম তার সঙ্গে ছিলেন। রিজভী আহমেদ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও নির্বাচন কমিশনের এখন আর নিজস্ব কোনো সত্তা বা কর্তৃত্ব নেই। সরকারের মধ্যে বিলীন হয়ে গেছে। নির্বাহী বিভাগ, সরকার এবং ক্ষমতাসীন দল যা বলছে কমিশন তাই করে যাচ্ছে। ইউপি তফসিল ঘোষণার পর থেকে যা ঘটছে তা চিঠি আকারে কমিশনকে জানাতে এসেছি। এর মধ্যে আচরণবিধি লঙ্ঘন, হয়রানি ও বিভিন্ন বিষয়ে কমিশনকে অবহিত করেছি। আমরা আশঙ্গা প্রকাশ করেছিলাম, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে না।

এখন মাঠেও তাই দেখা যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন মিলিতভাবে ক্ষমতাসীন দলকে জেতানোর জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল করে আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে দিচ্ছে কমিশন। এখন পর্যন্ত ১১৪টি ইউপিতে বিএনপির প্রার্থী নেই। এর মধ্যে কিছু জায়গায় বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি, কোথাও কোথাও বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর