বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
বাঁশের সাঁকো থাকছে না

গ্রামীণ সড়ক উন্নয়নে ৩ হাজার ৬৮৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ সড়ক উন্নয়নে তিন হাজার ৬৮৪ কোটি টাকার একটি প্রকল্পসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আগামীতে দেশে আর কোনো বাঁশের সাঁকো থাকবে না। কালভার্ট নির্মাণে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।’ বন্যা ও দুর্যোগ থেকে ফসল রক্ষায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৬৪ জেলার মোট ৪৮৯টি উপজেলায় গ্রামীণ রাস্তায় প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নেই। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কৃষকের ফসলের ক্ষতি হয়। দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রকল্প সাংঘর্ষিক কি-না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটি একটি জাতীয় প্রকল্প। কোনো বিশেষ এলাকার জন্য নয়। এ নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। তারপরও যেসব ইউনিয়নে নির্বাচন হবে সেখানে নির্বাচনের পর এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বৈঠকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে এক হাজার ৫৯ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, ৩৯৮ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২৭৫ কোটি টাকা ব্যয়ে ৪টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, ২৩৬ কোটি টাকা ব্যয়ে সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর-সড়ক পিপিপি প্রকল্প, ১০৫ কোটি টাকা ব্যয়ে মহাসড়ক এন-৮ ভুরঘাটা-বরিশাল-লেবুখালী সেতু পর্যন্ত সড়ক উন্নয়ন, ৫৯ কোটি টাকায় মাদারীপুরে সরকারি অফিসের বহুতল ভবন নির্মাণ, ২২৯ কোটি টাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স স্থাপন, ১৯৪ কোটি টাকায় জাতীয় ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টার স্থাপন ৪১ কোটি টাকায় লালকুঠি মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের অসম্পূর্ণ কাজ সমাপ্তকরণ এবং ২১২ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বীজবর্ধন খামার স্থাপন প্রকল্প।

সর্বশেষ খবর