বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভাঙ্গায় প্রতিরোধের মুখে সংসদ সদস্যের কর্মসূচি পণ্ড

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রতিরোধের মুখে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী (ফরিদপুর-৪, স্বতন্ত্র) ভাঙ্গা পৌর এলাকায় গতকাল তার তিনটি কর্মসূচি বাতিল করেছেন। তবে দুপুর সোয়া ১২টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী বলেন, ‘শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান দেখিয়ে আজকের কর্মসূচি প্রত্যাহার করলাম।’ তিনি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে ইঙ্গিত করে বলেন, ‘উনি লাশের রাজনীতি শুরু করেছেন। উনি লাশ চান। কিন্তু আমি এ এলাকার এমপি, আমি জনগণের শান্তি চাই তাই আজকের কর্মসূচি প্রত্যাহার করলাম।’ তিনি আগামী ২০ মার্চের ভাঙ্গা পৌর নির্বাচন সম্পর্কে বলেন, ‘সংসদ সদস্য হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারব না। তাই বলে, রোগী দেখতে যাওয়া, উপজেলায় আসতে তো নিষেধ নেই।’ তবে এমপি নিক্সন চৌধুরীর এ বক্তব্যের জবাবে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী বলেন, কাজী জাফর উল্লাহ জাতীয় নেতা। উনি কখনো লাশের রাজনীতি চান না। লাশের রাজনীতি এমপি নিক্সন সাহেব করতে পারেন।নিক্সন চৌধুরী গতকাল (১ মার্চ) ভাঙ্গা পৌর এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত তিনটি কর্মসূচি দিয়েছিলেন। কর্মসূচি ঠেকাতে ওই স্থানগুলোয় পাল্টা কর্মী সমাবেশের কর্মসূচি দিয়েছিল ভাঙ্গা উপজেলা যুবলীগ-ছাত্রলীগ।

কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা বাজারে যুবলীগ-ছাত্রলীগ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমপি নিক্সনের প্রথম কর্মসূচির জায়গায় কর্মিসভা করে। কর্মিসভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় বক্তারা এমপি নিক্সনের কঠোর সমালোচনা করেন।

সর্বশেষ খবর