বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অবশেষে দেখা দিলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

অবশেষে দেখা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। গত পৌরসভা নির্বাচনের সময় থেকে দুই মাস কোনো দলের নেতার সঙ্গেই দেখা করেননি তিনি। তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সামনে এলেন সিইসি। গতকাল বিকালে নির্বাচন কমিশনে (ইসি) যান দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় ফজলে হোসেন বাদশা এমপি সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনে অনেক অনিয়ম ও বিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। আমরা এ বিষয়টি মৌখিকভাবে সিইসিকে জানাতে এসেছি। এরপরে আসব লিখিত অভিযোগ নিয়ে। তখন যেন বিষয়টি সিইসির মনে থাকে, এ জন্য মৌখিক অভিযোগ দিয়ে যাচ্ছি। এরপর তারা সিইসির কার্যালয়ে ঢুকেন। তবে এর আগে তাদের অপেক্ষা করতে হয় সিইসির ব্যক্তিগত সহকারীর কক্ষে। খানিকক্ষণ পরে অনুমতি মেলে সিইসির। বিকাল সোয়া ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত বৈঠকে সিইসি তাদের বক্তব্য শোনেন। এর আগে গত বছরের পৌরসভা নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিএনপির একটি প্রতিনিধি দল দিনভর ইসিতে অপেক্ষা করেও দেখা পাননি সিইসির। ওইদিন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করেননি তিনি। এরপর আর কোনো দলের সামনেই আসেননি। বৈঠক থেকে বের হয়ে ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, গত পৌরসভা নির্বাচনে অনিয়ম হয়েছে। সে বিষয়টির পুনরাবৃত্তি যেন আসন্ন ইউপি নির্বাচনে না হয়, সেজন্য সতর্ক করতেই সিইসির সঙ্গে দেখা করেছি। নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে। কিন্তু তারা সে ক্ষমতা প্রয়োগ করে না। ইউপি নির্বাচনে যেন তাদের ক্ষমতাটা প্রয়োগ করেন সে বিষয়ে আহ্বান জানিয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর