বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নতুন আমদানি নীতির আদেশ বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক

নতুন আমদানি নীতির আদেশ ২৪(৫) (ক) বাতিলের  জোর দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতারা বলেন, সেকেন্ডারি কোয়ালিটি স্টিল আমদানির ক্ষেত্রে বিএসটিআইর পরীক্ষার নতুন শর্ত প্রত্যাহার করতে হবে। সরকারের এ নতুন শর্তারোপে দেশের প্রায় চার লাখ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প-কারখানা ধ্বংসের মুখে পড়বে। গতকাল সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উল্লাহ, যুগ্ম-সম্পাদক আবু জর গিফারি জুয়েল ও মোস্তাফিজুর রহমান জুয়েল। আলহাজ নাসির উদ্দিন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় হঠাৎ করে অযৌক্তিকভাবে বিএসটিআইর সনদ বাধ্যতামূলকের প্রস্তাব দিয়ে গেজেট প্রকাশ করেছে। আসলে এ ধরনের সেকেন্ডারি মাল গার্মেন্টের স্টক লটের মতো। এটা আলাদা করে বাছাই বা টেস্ট করা সম্ভব নয়। এমনকি এতে খোদ বিএসটিআই কর্তৃপক্ষ পর্যন্ত বিব্রত বোধ করেছে। কঠিন এ শর্তজুড়ে  দেওয়াতে এ পেশার লাখ লাখ শিল্প কারখানার ওপর বিপর্যয় নেমে আসবে।

সর্বশেষ খবর