শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ত্রিপুরায় ২৩ বাংলাদেশির জেল

প্রতিদিন ডেস্ক

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার দায়ে ২৩ বাংলাদেশিকে আটদিনের জেল দিয়েছে ত্রিপুরার একটি আদালত। এদের মধ্যে এক নারীও রয়েছেন। এ ছাড়া তাদের সঙ্গে থাকা তিন শিশুকে সংশোধনাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ।

ত্রিপুরার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ভাস্কর দাশগুপ্ত জানান, গতকাল সকালে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আদালতে তোলা হয়। গত মঙ্গলবার দালাই জেলার গান্দাচেরা এলাকার একটি গাড়ির স্ট্যান্ড থেকে ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের এসব বাংলাদেশিকে আটক করে পুলিশ। দণ্ডভোগ শেষে নিয়ম মেনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

সর্বশেষ খবর