শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ীর রাস্তায় গোপালগঞ্জের এক মুক্তিযোদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম নুরুল ইসলাম খান (৭০)। কীটনাশক পানের আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। স্বজনরা জানিয়েছে, নুরুল ইসলাম নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। গোপালগঞ্জের বনগ্রাম দক্ষিণপাড়া থেকে ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন তিনি।

গতকাল দুপুরে এলেনবাড়ীর রাস্তা দিয়ে উত্তর দিকে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলাম জানান। তিনি বলেন, পুলিশ তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরুলের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছিল তিনি কিছু খেয়েছেন। তেজগাঁও থানার এসআই আবদুল আল মামুন শাহ লাশের সুরতহাল প্রতিবেদনে লিখেছেন, মৃত্যুর প্রমাণপত্র পর্যালোচনা করে দেখা গেছে মৃত্যুর আগে তিনি কীটনাশক পান করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায় যে, তিনি পারিবারিক, ব্যক্তিগত ও অন্যান্য পারিপার্শ্বিক কারণে মানসিকভাবে হতাশা ও বিষাদগ্রস্ত হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর