শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অন্তর্বর্তীকালীন নির্বাচন দেওয়ার আহ্বান রবের

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। এ সময় তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই অন্তর্বর্তীকালীন নির্বাচন দেওয়ার আহ্বান জানান। গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভায় কি স্বাধীনতাবিরোধী ব্যক্তি নেই? কবে ছিল না? মোশতাকের পর থেকে সব সময়ই ছিল। গত ৪৫ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে তাদের কার কি অবদান ছিল। ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই সিংহাসন কোথায় পেলেন, সে দিন আমরা যদি পতাকা উত্তোলন না করতাম, স্বাধীনতার ইশতেহার পাঠ না করতাম তাহলে কি আপনারা এই সিংহাসনে বসতে পারতেন?  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।

সর্বশেষ খবর