রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

খালেদা জিয়া জঙ্গিবাদের পাহারাদার : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘জঙ্গিবাদের পাহারাদার’ বলে আখ্যায়িত করে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশের বিপদ কাটেনি। কারণ খালেদা জিয়া পরাজিত হয়েও চক্রান্তের হাল ছাড়েননি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি গণতন্ত্রের মহাশত্রু। এখনো তিনি গণতন্ত্র নস্যাৎ করে দেশে জঙ্গিবাদ উত্থানে কাজ করছেন। গতকাল দুপুরে রংপুর জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি ডা. একরামুল হোসেন স্বপন। বেগম খালেদা জিয়ার সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, পরাজিত হয়েও ভুল শুধরাননি তিনি। জনগণের কাছে ক্ষমা চাননি। তিনি বলেন, দেশে এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ চলছে। জঙ্গি দমন, নিজের শক্তিতে উন্নয়ন ও বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে মহাজোট সরকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জঙ্গি দমনে কোনো ছাড় দেবে না জাসদ। ঐক্য অটুট রেখে এসব যুদ্ধে জয়ী হতে হবে। তিনি বলেন, অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। জাসদ সেই শক্তি। যারা ঐক্যবদ্ধভাবে তিন যুদ্ধে বিজয়ী করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জাসদ কারও সঙ্গে আপস করবে না।

 সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, এমপি শিরীন আখতার, রেজাউল করীম তানসেন, রংপুর জেলা জাসদ সম্পাদক সাখাওয়াত রাঙা প্রমুখ। রংপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

সর্বশেষ খবর