রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা
শুদ্ধাচার সেমিনারে বক্তারা

বন্ড সুবিধার অপব্যবহারে অর্থ পাচার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশ থেকে ব্যবসায়ীদের অর্থ পাচারের ঘটনা লজ্জাকর মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, ব্যাপক পরিমাণ প্রতিষ্ঠান বন্ডে রেজিস্টার্ড। দেশে এখন বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার হচ্ছে। এতে অর্থ পাচার বেড়েছে। অর্থ পাচার বন্ধে জাতীয় শুদ্ধাচার কৌশল ইতিবাচক কাজ করবে। এনবিআরকে প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘আপনারা দুর্নীতিবাজ ব্যবসায়ী চিহ্নিত করবেন। আমরা আমলা চিহ্নিত করব। তারপর কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারলে দুর্নীতি দূর করা সম্ভব হবে।’ গতকাল সচিবালয়-সংলগ্ন বিদ্যুৎ ভবন মিলনায়তনে মন্ত্রিপরিষদ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে আয়োজিত ‘শুদ্ধাচার বিকাশে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সর্বশেষ খবর