সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা
পঞ্চগড়ে পুরোহিত হত্যা

আরও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পুরোহিত যজ্ঞেশ্বর হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরও এক আসামি।  গ্রেফতারকৃত আসামি হারেজ আলীকে (২৮) গতকাল দুপুরে আদালতে হাজির করা হলে তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। আদালত সূত্র জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুনের আদালতে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুরোহিত যজ্ঞেশ্বর হত্যার ঘটনায় নিজে সম্পৃক্ত ছিলেন বলে জানান হারেজ আলী। তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের কালিরডাঙ্গা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে জানান, পুরোহিত হত্যার পর খুনিরা কালিয়াগঞ্জ মোড়ে হত্যায় ব্যবহূত অস্ত্রগুলো হারেজ আলীর হাতে দেয়। এর পর হারেজ অস্ত্রগুলো তার বাড়ির গোয়ালঘরের কোনায় মাটির নিচে পুঁতে রাখে। ২৫ ফেব্রুয়ারি রাতে পুলিশ তার বাড়ি থেকে হত্যার ঘটনায় ব্যবহূত দুটি রিভলবার, একটি চাপাতি, তিনটি ম্যাগজিন, তিনটি ছুরি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। হারেজ জেএমবির সদস্য বলেও স্বীকারোক্তি দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর