সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রানা প্লাজা নির্মাণের দুর্নীতি মামলা পুনঃতদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক

নকশা-বহির্ভূত রানা প্লাজা ভবন নির্মাণের মামলায় দুদকের অভিযোগপত্রে ত্রুটি থাকায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৮ মের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শাহীন আহমেদ খান সাংবাদিকদের জানান, রানা প্লাজা নির্মাণ ও নকশা অনুমোদনের ক্ষেত্রে যারা জড়িত, ওই সময়ের কোনো ব্যক্তিকে এ মামলায় সম্পৃক্ত করা হয়নি, তাদের বিষয়টি তদন্তেও আসেনি, তাই আদালত নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আটতলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও হাজার খানেক শ্রমিক, যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।ওই ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর