সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে অভিজাত প্রবাসী বেকারির একি হাল!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ মোড়ের অভিজাত প্রবাসী বেকারিতে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় দেখা যায়, নোংরা পরিবেশেই তৈরি হচ্ছে বেকারির নানা পণ্য, কোনো পণ্যেরই নেই মেয়াদ বা উৎপাদনের তারিখ ও ওজন, ব্যবহার হচ্ছে পোড়া কালো রঙের পামঅয়েল, খালি হাতেই পণ্যে মেশানো হচ্ছে ক্রিম, মাটিতে যত্রতত্র রাখা হয়েছে ডালডা, দীর্ঘদিন খোলা অবস্থায় রাখায় এসব ডালডায় জমেছে ময়লা, ব্যবহার হচ্ছে দীর্ঘদিনের ব্যবহূত চিনির রস। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।

এসব অনিয়মে প্রবাসী বেকারিকে এক লাখ টাকা জরিমানা ও ২০ লিটার পোড়া পামঅয়েল এবং ১৫ কেজি পুরনো ডালডা নালায় ফেলে ধ্বংস  করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর