সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তান জানাল ভারতে ঢুকে পড়েছে ১০ লস্কর জঙ্গি

গুজরাটে সতর্কতা

প্রতিদিন ডেস্ক

শিগগিরই বড় রকমের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে ভারতে। সেই হামলার জন্যই পানিপথে গোপনে গুজরাটে ঢুকে পড়েছে কমপক্ষে ১০ লস্কর-ই-তৈয়বা জঙ্গি। তাদের মধ্যে রয়েছে মহিলা ‘সুইসাইড স্কোয়াড’ও। পাকিস্তান সরকার থেকেই এ ব্যাপারে ভারত সরকারকে সতর্ক করা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এ খবর দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া। ওই খবর পাওয়ার পরই গুজরাটজুড়ে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। গোয়েন্দা সূত্রের খবর, আজ ‘শিবরাত্রি’ উৎসবের আগে-পরেই ওই হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গি। তাদের টার্গেট হতে পারে সোমনাথ মন্দির। তাই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনীসহ সব নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো জঙ্গিকে ধরতে পারেনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার কচ্ছ উপকূলের কোটেশ্বর খাঁড়ি এলাকায় একটি পাকিস্তানি নৌকা জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে আগ থেকে টের পেয়ে আরোহীরা আগেই পালিয়ে যায়। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর