সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মীর কাসেমের ফাঁসি ছাড়া ঘরে ফেরা নয়

———————————— ইমরান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ৮ মার্চ সকাল ৮টা থেকে আমরা প্রজন্ম চত্বরে অতন্ত্র প্রহরী হিসেবে থাকব এবং যতক্ষণ না পর্যন্ত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে দাবি আদায় করে নেব। জামায়াতে ইসলামীর অর্থ জোগানদাতা মীর কাসেমের আপিলের শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষ প্রকাশকে কেন্দ্র করে তুমুল আলোচনা চলছে। মীর কাসেমকে ‘রক্ষার ষড়যন্ত্রের’ প্রতিবাদে গত কয়েকদিন ধরে কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল শাহবাগে অবস্থানে ইমরান বলেন, মীর কাসেম আলীকে রক্ষা করার চূড়ান্ত ষড়যন্ত্রে তারা নেমেছে। নতুনভাবে বিচার প্রক্রিয়ার আগে আমাদের ভাবতে হবে, আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগগুলো যেহেতু প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে একাত্তর সালে মীর কাসেম আলী চট্টগ্রামের ডালিম হোটেলকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে এবং সেখানে নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করেছে। সুতরাং আজকে নতুনভাবে প্রমাণ করার আর কিছু নেই। আজকে যেহেতু মীর কাসেম আলীর অপরাধ প্রমাণিত, তাই নতুনভাবে আর কালক্ষেপণ করার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করব, মতিউর রহমান নিজামী এবং মীর কাসেম আলীসহ যাদের মামলা ইতিমধ্যে নিষ্পত্তির পথে রয়েছে, আপিল বিভাগের দ্রুত নিষ্পত্তি করে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দণ্ড কার্যকরের রায় দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর