শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চোর আখ্যা দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরের শান্তিনগরে গতকাল দুপুরে চোর আখ্যা দিয়ে লিখন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। লিখন বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকার আমানউল্লাহ মিয়ার ছেলে। এ সময় একই এলাকার রশিদ সিকদারের ছেলে জামাল (৩৮) ও ফকির চানের ছেলে হৃদয়কেও (২৮) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাদ্দাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দাম বন্দরের শান্তিনগরের সুরুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংবাদ পেয়ে পুলিশ সাদ্দামের বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে ও আহত দুজনকে হাসপাতালে পাঠায়। পুলিশ সাদ্দামের ঘর থেকে বঁটি, চাপাতি, হাতুড়ি উদ্ধার করে। নিহত লিখনের স্ত্রী শাহনাজ বেগম জানান, তার স্বামীকে মাদক ব্যবসায়ী সাদ্দাম গতকাল সকাল ৭টায় বাড়ি থেকে ডেকে নেন। এ সময় সাদ্দামের ভাই বায়েজিদ জামাল ও হৃদয়কে (২৮) বাড়ি থেকে ডেকে এনে তাদের বাড়িতে আটকে রাখে। বুধবার রাতে সানির দোকানে চুরি হয়েছে বলে চোর আখ্যা দিয়ে সাদ্দাম, বায়েজিদ, সানি, মনসুর ও বাবু মিলে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তার স্বামীকে হত্যা ও দুজনকে গুরুতর আহত করেন। স্থানীয়রা জানান, সাদ্দাম একজন পাইকারি মাদক ব্যবসায়ী আর লিখন, জামাল ও হৃদয় খুচরা মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় সাদ্দাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে তদন্তের পর তা বলা যাবে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর