শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
প্রকাশনা উৎসবে বক্তারা

জিয়া অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেন

নিজস্ব প্রতিবেদক

‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, ‘জিয়াউর রহমান ছিলেন সেই ব্যক্তি যিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে অস্ত্র হাতে তুলে নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন। ইতিহাসের আরেকটি অমোঘ সত্য হলো— ১৯৭১ সালের ২৭ মার্চ মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশের চরম সংকট মুহূর্তে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাছাড়া তার (জিয়ার) সর্বশেষ প্রচেষ্টা ছিল সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন পতাকাতলে সমবেত করা।’ মঙ্গলবার বিকালে রাজধানীর ‘ব্র্যাক ইনন অডিটোরিয়ামে’ সাংবাদিক মাহফুজ উল্লাহ রচিত ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ’ বইটির প্রকাশনা উৎসবে বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্মৃতি রোমন্থন করেন। মোট চৌদ্দটি অধ্যায়ে ৭৬০ পৃষ্ঠার বইটিতে সৈনিক থেকে জাতীয় নেতা, স্বাধীনতার ঘোষণা,  রাষ্ট্র পরিচালনাসহ নানা প্রসঙ্গ সন্নিবেশিত হয়েছে। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব প্রতিষ্ঠা এবং শেষ ভ্রমণসহ আরও অনেক জানা-অজানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অকাট্য ঐতিহাসিক বিস্তর তথ্য ছাড়াও এডর্ন প্রকাশনীর প্রকাশিত এই বইটির গুণগত মান সম্পর্কেও আলোচকরা পঞ্চমুখী প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের প্রকৃত ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন এবং ভবিষ্যতে করবেন তাদের জন্য বইটির প্রয়োজনীয়তা প্রায় অপরিহার্য বলেই মনে করেন তারা।

নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন, সাবেক মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী ও বইটির প্রকাশক সৈয়দ জাকির হোসেন আলোচনায় অংশ নেন।

সর্বশেষ খবর