শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ব্যাখ্যা দিতে সময় নিয়েছে জাপান-বাংলাদেশ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসার নামে মৃত শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে প্রতারণার অভিযোগে ব্যাখ্যা দিতে আদালতে সময় নিয়েছে জাপান-বাংলাদেশ  ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে ২৭ মার্চ শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বিচারপতি এম মোয়াজ্জাম  হোসেন এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন ধার্য করেন। আদালতের আদেশে হাসপাতালের চেয়ারম্যান ডা. জুনায়েত শফিক ও ব্যবস্থাপনা পরিচালক ডা. নাঈম আহমেদ হাইকোর্টে হাজির হন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ ও ইউসুফ হোসেন হুমায়ুন। স্বাস্থ্য সচিবের পক্ষে ছিলেন আইজীবী শ ম রেজাউল করিম।

১০ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর ঝিগাতলার জাপান-বাংলাদেশ ফ্র্রেন্ডশিপ হাসপাতালে অভিযান চালিয়ে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত মৃত শিশুকে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অনিয়মের দায়ে ছয়জনকে আটক করেন। একইসঙ্গে হাসপাতালটিকে তত্ক্ষণাৎ সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। জানা গেছে, ৯ ফেব্রুয়ারি হাসপাতালটিতে একটি শিশু মারা গেলেও কর্তৃপক্ষ তাকে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও তৌফিক ইনাম টিপু। ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে হাসপাতালের চেয়ারম্যান-এমডিকে তলবসহ রুল জারি করেন।

সর্বশেষ খবর