শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
১২ কোটি টাকার সম্পদ আত্মসাৎ

দুই বন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

১২ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে বন অধিদফতরের দুই কর্মকর্তার বিষয়ে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী ও সদ্য বিদায়ী বন সংরক্ষক (সিএফ) ড. তপন কুমার দে— এ দুই কর্মকর্তার বিরুদ্ধে বন সম্পদ আত্মসাতের অভিযোগ ৩ মার্চ খতিয়ে দেখতে শুরু করেছে দুদক। আগামীকাল (রবিবার) অনুসন্ধানের অংশ হিসেবে বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি দফতরে এ সংক্রান্ত  প্রয়োজনীয় নথিপত্র তলব করার নোটিস জারি করবে দুদক।  এর মধ্যে পাঁচ  কোটি টাকা মূল্যের প্রায় তিন একর জমি অ্যাটলাস গ্রিন প্যাক ফ্যাক্টরি নামে একটি কোম্পানিকে দলিল করে দিয়েছেন।

দুদক এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। আগামীকাল দুদকের নিয়মিত বোর্ড সভায় ওই দুজনের নথি তলবের অনুমোদন দেওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার দুদকের উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে এসব অভিযোগ অনুসন্ধান করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।

সর্বশেষ খবর