রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে বিজিবি বিএসএফ যৌথ মহড়া শুরু

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের বাংলাদেশ-ভারত অংশে বিজিবি ও বিএসএফের তিন দিনব্যাপী আঞ্চলিক যৌথ মহড়া গতকাল থেকে শুরু হয়েছে। ‘সুন্দরবন মৈত্রী’ নামের তিন দিনের এই যৌথ মহড়ায় দূরপাল্লার সীমান্ত পাহারা, পরিবহন যান তল্লাশি ও সীমান্তবর্তী উভয় দেশের ফরেস্ট ক্যাম্প পরিদর্শন করাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

সকালে পশ্চিম সুন্দরবন বিভাগের কৈখালী ফরেস্ট স্টেশনে এ মহড়ার উদ্বোধন করেন বিজিবির ৩৪ বর্ডার গার্ডের কমান্ডার লে. কর্নেল মাকসুদ ও বিএসএফের ০৩ ব্যাটালিয়ন কমান্ডার অনিল হতকার। সকালে বাংলাদেশের সীমান্তে কৈখালী বিজিবি ক্যাম্প ও ভারতের পশ্চিম বাংলা সীমান্তে বিএসএফের গুড়ি ডাবড়ি ক্যাম্পের মাঝামাঝি নদীতে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে তিন দিনের এই ‘সুন্দরবন মৈত্রী’ যৌথ মহড়া শুরু হয়। আজ রবিবার দুই দেশের সীমান্তে যৌথ মহড়ার প্রধান কর্মসূচিসমূহ প্রদর্শন করা হবে। বিজিবি ও বিএসএফের মধ্যে এ ধরনের আঞ্চলিক যৌথ মহড়া এই প্রথম। যৌথ মহড়ায় বিজিবির আঞ্চলিক কমান্ডার ও সেক্টর কমান্ডারগণ এবং বিএসএফের মহাপরিচালক ও উপ-মহাপরিচালকগণ উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর