রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

‘কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে’

কাগতিয়া আলিয়া গাউছুল মাদ্রাসার অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী বলেছেন, আল্লাহ ও রসুল প্রেমিক হতে হলে শরিয়তের পাশাপাশি তরিকতের চর্চা করতে হবে। আর এ ক্ষেত্রে কাগতিয়া আলিয়া গাউছুল দরবারে রয়েছে শরিয়ত ও তরিকতের অপূর্ব সমন্বয় এবং কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

তিনি গতকাল বাদ জুমা ফেনীর পরশুরাম মডেল পাইলট উচ্চবিদ্যালয় ময়দানে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতিহায়ে ইয়াজদাহম উপলক্ষে মুনিরিয়া যুব তবলিগ কমিটি ফেনী জেলা আয়োজিত এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

পরশুরাম উপজেলা চেয়ারম্যান আলহাজ কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জালাল আহমদ, পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এমানুল করিম মজুমদার, ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুর রউফ প্রমুখ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বিজ্ঞপ্তি।

 

সর্বশেষ খবর