শিরোনাম
রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত বন্ধ না হলে কঠোর কর্মসূচি

--------- ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রধর্ম ইসলাম এদেশের ধর্মপ্রাণ মুসলমানের প্রাণের সঙ্গে মিশে আছে। রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। গতকাল রাজধানীর পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা নেছার উদ্দিন, আলহাজ আলতাফ হোসেন, মাওলানা এ বি এম জাকারিয়া। সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন, দৈনিকবাংলা, বায়তুল মোকাররম উত্তর গেট হয়ে পল্টন মোড় পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করে। পরে পুনরায় মিছিলটি হাউস বিল্ডিং এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সর্বশেষ খবর