বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আচরণবিধি লঙ্ঘন হলেই পুলিশকে মামলার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

আচরণবিধি লঙ্ঘন হলেই পুলিশকে মামলার নির্দেশ ইসির

আসন্ন ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলেই পুলিশকে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সব জেলার পুলিশ সুপারকে নির্দেশনাটি পাঠানো হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, দেশব্যাপী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা বেড়েই চলছে। এমনকি কোথাও কোথাও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। তাই নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব জেলা পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. সামসুল আলম। এতে উল্লেখ করা হয়েছে, বিধি ভঙ্গ করে মিছিল বের করা, মোটরসাইকেল শোডাউন করাসহ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০১০-এর ৮৪ বিধির লঙ্ঘন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ মামলার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করার নির্দেশনাও দিয়েছে ইসি। বিধি ৮৪-তে প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তির নির্বাচনী আচরণ এবং পুলিশ কর্মকর্তাসহ নির্বাচনী কর্মকর্তার আচরণও উল্লেখ করা হয়েছে। দেশে প্রথমবারের মতো নির্বাচন কমিশন পুলিশ সুপারদের এমন একটি নির্দেশনা দিল। আগামী ২২ মার্চ দেশের নির্বাচন উপযোগী ইউপিগুলোর নির্বাচন শুরু হবে। এবার ছয় ধাপে ভোট গ্রহণ করবে কমিশন। এক্ষেত্রে প্রথম ধাপে ৭৩২ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর