শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

‘জাতিকে তারা দলকানা বানিয়ে ছাড়বে’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জনসেবা পার্টির নেতৃবৃন্দ বলেছেনে, দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রবর্তন করে সরকার জাতিকে খণ্ড-বিখণ্ডের চেষ্টা করছে। আর সরকারদলীয়রা যেভাবে তাদের পক্ষে তাণ্ডব চালাচ্ছে তাতে মনে হচ্ছে জাতিকে তারা ‘দলকানা’ বানিয়ে ছাড়বে। যা চিরাচরিত সহনশীল সমাজ ব্যবস্থার জন্য অশনি সংকেত। গতকাল রাজধানীর সবুজবাগের মুক্তিযোদ্ধা ভবনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা মো. এসাক মিয়া, খোকন মণ্ডল, আলহাজ সফিকুল ইসলাম চুন্নু, রবীন্দ্র কিশোর মহলানবিশ প্রমুখ।

নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে কেউ স্বৈরাচার, কেউ রাজাকার, কেউ মৌলিক অধিকার হরণকারী, কেউ গ্রেনেড বোমা হামলাকারী, কেউ দুর্নীতিবাজ, ব্যর্থ অপশাসনকারী সবার চেহারাই আজ জনতার আদালতে আয়নার মতো পরিষ্কার। তিনি বলেন, যারাই ক্ষমতায় যান, সবাই চান জনগণ ভালো থাকুক। কিন্তু পারেন না, ব্যর্থ হন। এর কারণ কি শুধুই দুর্নীতি, স্বজনপ্রীতি ও খাই খাই রাজনীতি?

সর্বশেষ খবর