শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কবি রফিক আজাদের কুলখানি অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদক

কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আত্মীয়পরিজন ও গুণগ্রাহীদের উপস্থিতিতে গতকাল বাদ আসর ধানমন্ডির ১ নম্বর সড়কের বাড়িতে এ কুলখানি হয়। এতে উপস্থিত ছিলেন কবি রবিউল হুসাইন, আল মুজাহিদী, ফারুক মাহমুদ, বিমল গুহ, সাবেক সিনিয়র সচিব ড. রণজিৎ বিশ্বাস, সাবেক সচিব রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আহমদ কবীর, সৈয়দ আজিজুল হক, নেহাল করিম, কাওসার মোস্তফা প্রমুখ। কুলখানি শেষে মিলাদের পর কবিদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিনিয়র সচিব ও কবি কামাল চৌধুরী। তিনি বাংলা সাহিত্যে রফিক আজাদের অবদানের কথা তুলে ধরে তরুণ কবিদের রফিক আজাদের পদাঙ্ক অনুসরণের আহ্বান জানান। এদিকে গত সন্ধ্যায় কবি রফিক আজাদ স্মরণে চ্যানেল আই ভবনে এক সভার আয়োজন করে পাক্ষিক আনন্দ আলো।

অনুষ্ঠানে কবির স্মৃতিচারণা করেন অভিনেতা আফজাল হোসেন, কবি সৈয়দ আল ফারুক, জাকির আবু জাফর, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, ছড়াকার লুত্ফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আহমদ মাযহার, প্রকাশক মিলনকান্তি নাথ, মনিরুল হক, ফরিদ আহমেদ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

 

প্রসঙ্গত, গত শনিবার দুপুর ২টা ১৩ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সর্বশেষ খবর