শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জাতিসংঘ, বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রতিদিন ডেস্ক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ জাতিসংঘে বাংলাদেশ মিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত শতাধিক শিশু অংশ  নেয়। পুরো মিশন এ সময় এক শিশুমেলায় পরিণত হয়। দুই ভাগে বিভক্ত হয়ে শিশুরা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের আলোকে চিত্রাঙ্কন করে। ছয়জনকে প্রদান করা হয় বঙ্গবন্ধু ক্রেস্ট। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়। এতে জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৩ বছরের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করে শোনানো হয়। মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে জাতির পিতাকে বছরের প্রতিটি দিনই স্মরণ করতে হবে।

এজন্য সারাবছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ৩টি সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করে। বীপার শিশুশিল্পীরা সংগীত ও ‘জয় বাংলা, বাংলার জয়’ গীতি আলেখ্য পরিবেশন করেন। আনন্দ ধ্বনি এবং বহ্নিশিখা সংগীত নিকেতায়নের শিশুশিল্পীরা বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে কবিতা আবৃতি, সংগীত ও নৃত্য পরিবেশন করে।

সর্বশেষ খবর