সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সুষ্ঠু ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা চলছে তাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না এ নিয়ে জনমনে শংকা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে র‌্যাব, পুলিশ প্রশাসন-ক্ষমতাসীন দলের মার্কাকে জিতিয়ে দেওয়ার আবহ তৈরি করছে। দুর্বল নির্বাচন কমিশন তা না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পীর চরমোনাই জনমনের সৃষ্ট শঙ্কা দূর এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, ইউপি নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে গ্রাম থেকেই আন্দোলন শুরু করবে জনতা। পীর চরমোনাই আরও বলেন, নিরপেক্ষ সরকারি কর্মকর্তা যারা নির্বাচন কমিশন আইন মেনে কাজ করার চেষ্টা করছেন তাদের শাস্তিমূলক বদলী করা হচ্ছে। এজন্য জনমনে প্রশ্ন উঠছে নির্বাচন পরিচালনা কে করছে নির্বাচন কমিশন, না ক্ষমতাসীন দলের নেতারা?  এভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের চেষ্টা সরকারের জন্য কল্যাণকর হবে না।

সর্বশেষ খবর